সিঙ্গুর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি তহসিল / ব্লক (সিডি)। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সিঙ্গুর ব্লকের উপ-জেলা কোড ০২৩৪৯। সিঙ্গুরের মোট আয়তন ১৬৫ বর্গ কিলোমিটার, যার মধ্যে রয়েছে ১৪৪.৭৫ বর্গ কিলোমিটার গ্রামীণ এলাকা এবং ২০.২১ বর্গ কিলোমিটার শহুরে এলাকা। সিঙ্গুর 2,76,413 জন জনসংখ্যা আছে। মহকুমায় ৬৪,৭০৩টি বাড়ি রয়েছে। সিঙ্গুর ব্লকের প্রায় ১০৬টি গ্রাম রয়েছে, যা আপনি নিচের গ্রাম তালিকা থেকে ব্রাউজ করতে পারেন।

600px SINGUR CD BLOCK MAP
Source: Wikipedia

সিঙ্গুরে গ্রামগুলির তালিকা

১)আজাবনগর (Ajabnagar)৩৬) দেওয়ান ভেড়ি (Dewan Bheri)৭১) মামুদপুর (Mamudpur)
২) আনন্দনগর (Anandanagar)৩৭) ধিতারা (Dhitara)৭২)মিল্কি (Milki)
৩) অ্যাথালিয়া (Athalia)৩৮) ধোপাঘাটা (Dhopaghata)৭৩) মির্জাপুর বাকীপুর (Mirzapur-Bakipur)
৪) আতিসারা (Atisara)৩৯) ডিয়ারা (Diara)৭৪)মোল্লাসিমলা (Mollasimla)
৫) বাবুরঘেরি (Baburbheri)৪০) দিঘলডাঙ্গা (Dighaldanga)৭৫) মোস্তফাপুর (Mostafapur)
৬) বাগডাঙ্গা (Bagdanga)৪১)গেন্ডারপুকুর (Gandarpukur)৭৬) নান্দা (Nanda)
৭) বহরমপুর (Baharampur)৪২) ঘনশ্যামপুর (Ghanashyampur)৭৭) নাসিবপুর (Nasibpur)
৮) বাইজালা (Baijala)৪৩) ঘোষা (Ghosha)৭৮) নেজামপুর (Nezampur)
৯) বেনচিপোটা (Bainchipota)৪৪) গোবিন্দপুর (Gobindapur)৭৯)নোয়াপাড়া (Noapara)
১০) বাজে ধনইহানা (Baje Dhanyahana)৪৫) গোহাইলপোটা (Gohailpota)৮০) পাহ্লানপুর (Pahlanpur)
১১) বাজে মেলিয়া (Baje Melia)৪৬) গমুটিয়া (Gomutia)৮১) পালারা (Palara)
১২) বলারামবাটি (Balarambati)৪৭) গোপালনগর (Gopalnagar)৮২)পলতাগর (Paltagar)
১৩) বলরামপুর (Balarampur)২৮)গৌরাঙ্গপুর (Gourangapur)৮৩)পটুল রাঘবপুর (Patul Raghabpur)
১৪) বালিতিপা (Balitipa)৪৯) হাকিমপুর (Hakimpur)৮৪। পাওনান (Paunan)
১৫) বড়া কমলাপুর (Bora Kamalapur)৫০) হরিপুর (Haripur)৮৫) পাইরাউরাউম (Payraura)
১৬) বারুইপাড়া (Baruipara)৫১) জগতনগর (Jagatnagar)৮৬)পুরুষোত্তমপুর (Purushottompur)
১৭) বসুবাটি (Basubati)৫২) জামিরবেরিয়া (Jamirberia)৮8) রঘুনাথপুর (Ragunathpur)
১৮) বেলেঘাটা (Beleghata)৫৩) জামপুকুর (Jampukur)৮৮) রাজার বাথান (Rajar Bathan)
১৯) বেনিপুর (Benipur)৫৪) ঝাখারি (Jhakari)৮৯) রাজরামবাটি (Rajarambati)
২০) বেরাবেরি (Beraberi)৫৫} কাইপুকুরিয়া (Kaipukuria)৯০) রামচন্দ্রপুর (Ramchandrapur)
২১) ভান্ডারদহ (Bhandardaha)৫৬} কালিয়ারা (Kaliara)৯১)রামনগর (Ramnagar)
২২) ভর্তার চাক (Bhartar Chak)৫৭} কামারকুন্ডু (Kamarkundu)৯২) রসুলপুর (Rasulpur)
২৩) ভোলা (Bhola)৫৮) খাগড়াগাছি (Khagragacchi)৯৩) রোস্তামপুর (Rostampur)
২৪) বিঘাটি (Bighati)৫৯) খান পুকুরিয়া (Khan Pukuria)৯৪) সন্তোষবাটি (Santoshbati)
২৫) বিরমনগর (Biramnagar)৬০)খাসের ভেড়ী (Khaser Bheri)৯৫) সাতগড়া (Satgara)
২৬) বিশ্বেশ্বরবাটি (Bisweswarbati)৬১)খোর্দাপুরপুর (Khordaapurbapur)৯৬) শিবরাম্বতি (Shibrambati)
২৭) বোরই (Borai)৬২) খোশালপুর (Khoshalpur)৯৭) সিমুলপুকুর (Simulpukur)
২৮) বুড়িগাঁও (Burigaon)৬৩)কীর্তিনগর (Kirtinagar)৯৮) সিঙ্গুর (Singur)
২৯) চক গোবিন্দ (Chak Gobinda)৬৪)লক্ষ্মণপুর (Lakshmanpur)৯৯) সিংহল পাতান (Sinhal Patan)
৩০) চক কালিকাবাড়ি (Chak Kalikabari)৬৫)লস্করপুর (Laskarpur)১০০) সিংহের ভেড়ি (Sinher Bheri)
৩১) ছিন্নামোর (Chhinamore)৬৬) মধুবাতি (Madhubati)১০১) শ্রীরামপুর (Srirampur)
৩২) ছোট গোবরা (Chhota Gobra)৬৭) মধুসূদনপুর (Madhusudanpur)১০২)শ্রীরামপুর বেরবেরি (Srirampur Beraberi)
৩৩) ছুটিপুর (Chhutipur)৬৮) মধ্য হিজলি (Madhya Hijli)১03) সাবহিপুর (Subhipur)
৩৪) ডালুইগাছা (Daluigachha)৬৯) মহম্মদপুর (Mahammadpur)১০৪) তাহেরপুর (Taherpur)
৩৫) ড্যানসি (Dansi)৭০)মল্লিকপুর (Mallikpur)১০৫) তালভোমরা (Talabhomra)
১০৬) তেলিপুকুর (Telipukur)
সিঙ্গুর ব্লকের আন্তরগত গ্রামগুলির তালিকা