কিছুদিন আগে সিঙ্গুর গোপালনগর বাবুর ভেড়ীর এক স্থানীয় বাসিন্দা ‘অমিত দাস’ “জাগরণ” এর কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমাদের “জাগরণ” স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক শুভেচ্ছা মুখার্জির সাথে যোগাযোগ করেন যে আজ তার একমাত্র কন্যা ‘ইপ্সিতা দাসের’ শুভ জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু দুঃস্থ মানুষদের দুপুরের আহারের ব্যবস্থা করাতে চান। তার এই শুভ জন্মদিন উপলক্ষে “জাগরণ” এর হাত ধরে প্রায় 140 জনেরও অধিক দুঃস্থ মানুষদের দুপুরের আহারের (কেক, মাংস ও ভাত) আয়োজন করে ছিলেন। ওনার সপরিবারের সদস্যদের সহযোগিতায় “জাগরণ” এর সদস্যরা এই কর্মসূচিকে সফল ভাবে সম্পন্ন করেন। এতগুলো মানুষকে খাওয়াতে পেরে আমরা খুবই আনন্দিত। সকলের মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত। আপনারাও যুক্ত হতে পারেন অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে “জাগরণ” এর মাধ্যমে যেকোন দিন যেকোন অনুষ্ঠানে। আপনার সহযোগিতায় অসহায় দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটবে।





“জাগরণ” ওয়েলফেয়ার সোসাইটি যোগাযোগ নম্বর -8420252691 (সৌম্যদীপ) | 8777095911 (মনোজিৎ)